মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মৎস্য পণ্যের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে মৎস্য খাতে গবেষণা, বৈশ্বিক বাজার অনুসন্ধান, দেশে-বিদেশে মেলার আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল।

আজ রোববার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) আয়োজিত ‘ভ্যালু এডেড ফিশ প্রোডাক্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বিএফডিসি’র চেয়ারম্যান দিলদার আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মন্ত্রণালয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

বিএফডিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এছাড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর ও বিএফআরআই কর্মকর্তা, বেসরকারী উদ্যোক্তা ও রপ্তানীকারকেরা।

ভ্যালু এ্যাডেড ফিশ প্রডাক্ট এর চাহিদা সৃষ্টি ও বাজারজাতকরণ বিষয়ের ওপর কর্মশালায় সবাই নিজের মত তুলে ধরেন। ছবি  ও তথ্য: সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফেসবুক পেজ।