নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মহিষ উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ের (Buffalo, the Black Gold, for Safe Food and Sustainable Animal Production) নিরাপদ খাদ্য ও টেকসই উৎপাদনে মহিষ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২০ মার্চ ২০২১) নগরীর নানকিং দরবার হলে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহা: ইসমাইল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) তৌফিকুল আরিফ।

এছাড়াও বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের বিভাগীয় প্রধান মোসা. ইসমত আরা।

সেমিনারে বক্তারা মহিষ খামারীদের অধিকতর ট্রনিং, প্রনোদনা দেয়া, খাদ্য ও ভ্যাকসিন, কৃমিনাশক- প্রিমিক্স বিতরণ, ঘর নির্মাণের জন্য খামারীদের অর্থ বরাদ্দ, মহিষ পালনের গুরুত্ব, মহিষের দুধ ও মাংসের গুনাগুন এবং মহিষের উপর অধিকতর গবেষণার উপর গুরুত্বারোপ করেন।

 

এগ্রিকেয়ার/এমএইচ