মাহফুজুর রহমান (রুবেল), সংবাদকর্মী, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ দিয়েছে দুবৃত্তরা। এতে প্রায় এক লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক মোমিনুল ইসলাম।

তিনি জানান, মহানগরীর হজের মোড় চকপাড়া এলাকার খালেক ও মালেকের একটি পুকুর লিজ নিয়ে ৫ বছর ধরে মাছ চাষ করছেন তিনি। প্রতি বছরে তাকে ১৮ হাজার টাকা দিতে হয়। ৫ বছরের মধ্যে চার বছর পার হয়ে গেছে।

তিনি বলেন, আজ (মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর) ভোরে পুকুরের পাশের লোকজন তাকে মুঠোফোনে খবর দেয়। পুকুরের মাছে মরে যাচ্ছে বলে জানান তাকে। তিনি এসে দেখেন পুকুরে গ্যাস ট্যাবলেট (বিষ) দিয়ে মাছ মারা হয়েছে। প্রায় সব মাছ পানিতে ভেসে গেছে।

বেশ কিছু মরা ও পচা মাছ মাটিতে পুতে ফেলা হয়েছে। এছাড়া স্থানীয়রা মরা মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে। পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানায়, বিষয়টি শুনেছেন। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।