নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব বৃক্ষরোপণ করা হয়।

এদিন ২টি করে কুম্ভি ও বান্দর হোলা গাছ রোপণ করা হয়। এছাড়া ৫টি লটকন গাছ লাগানো হয়।

উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর আব্দুল খালেক, বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশসহ কলেজের শিক্ষকবৃন্দ।

এসময় কলেজ কর্তৃপক্ষকে বিরল প্রজাতীর গাছ উপহার দেন বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশ। তিনি জানান, পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোন বিকল্প নাই। তিনি এসব গাছ নিজের নার্সারিতেই তৈরী করেছেন। এর আগেও তিনি রাজশাহী কলেজে বিরল প্রজাতীর গাছ উপহার দিয়েছেন।

এগ্রিকেয়ার/এমএইচ