নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক শামছুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ আসে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২০) বেলা সাড়ে ১২ টার দিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক হক ইসলাম নিজে এগ্রিকেয়ার.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল বুধবার পর্যন্ত অফিস করেছেন তিনি। বিগত ৪-৫ দিন আগে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রামেক হাসপাতালে নমুনা পরীক্ষায় তিনি শনাক্ত হন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোছাঃ উম্মে ছালমা এগ্রিকেয়ার২৪.কম কে বলেন, স্যার গতকাল পর্যন্ত অফিস করেছেন। ৪-৫ দিন আগে থেকে হালকা জ্বর ছিল বলে আমরা জানি। তেমন কোন সমস্যা নেই, স্যার বর্তমানে সুস্থ আছেন। সুস্থতা কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এগ্রিকেয়ার/এমএইচ