রাতে দেশের একাধিক অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৩১শে জুলাই) এক আবহাওয়ার বার্তায় এমনটি জানিয়েছে আবহাওয়া অফিস। এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের রাতে পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।