নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৫টি বন্যপ্রানী আবমুক্ত করা হয়েছে। বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২১ উপলক্ষে এসব বন্যপ্রাণী অবুমুক্ত করা হয়।

অবমুক্তকৃত বন্যপ্রাণীগুলোর মধ্যে ছিল একটি মেছো বাঘ, ১টি সংখনী সাপ, ১টি অজগর সাপ, ১টি গন্ধগোকুল ও ১টি লজ্জাবতী বানর।

বুধবার (৩ মার্চ) বিকাল ৪টায় বাংলাদেশ বন্যপ্রাণী সেব ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বন্যপ্রানী অবমুক্ত করেন।

বন্যপ্রানী অবমুক্তকালে উপস্থিত ছিলেন, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও পকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, বনরেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেনসহ বন কর্মকর্তা।

এ্রগ্রিকেয়ার/এমএইচ