চাষ ব্যবস্থাপনা করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: শীতকালিন সবজী লাউ যা খুবেই উপকারি। লাউ এর করা পঁচে যাওয়া চাষিদের একটি বড় সমস্যা এর ফলে ফলন কমে যায়। সহজে কিভাবে লাউ এর করা পঁচে যাওয়া রোধ করা যায় জেনে নেয়া যাক।

কারন: লাউ গাছে মাছি পোকার আক্রমণ হলে এমনটি হয়।

সমাধান: এ পোকা দমনের জন্য বিষটোপ অথবা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। লাউ এর মাচার কাছে একেই উচ্চতায় একটি মাটির পাত্রে ১০০ গ্রাম কুমড়া/লাউ থেতলানো/বাটা নিয়ে তাতে ৫/৬ ফোটা যে কোন কীটনাশক মিশিয়ে উপরে একটি ঢাকনা কিছুটা ফাঁকা করে স্থাপন করতে হবে। এভাবে বিষটোপ তৈরী করে পোকা দমন করা যায়। বাজারে বিভিন্ন বাজারজাতকারী প্রতিষ্ঠানের ফেরোমন ট্রাপ কিনতে পাওয়া যায়। তা দিয়েও মাছিপোকা দমন করা যায়।