এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: চলতি সপ্তাহের (২২ থেকে ৩১ মার্চ) কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক স্থানে এবং দেশের অনত্র কিছু কিছু স্থানে হাল্কা (০৪-১০মিঃমিঃ) থেকে মাঝারি (১১-২২ মিঃমিঃ) ধরণের বৃষ্টি/বজধবৃষ্টি হতে পারে।

এ সময়ের বাকী অংশে সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। এ সময়ের শেষে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এবং এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান ̈বাড়তে পারে।

এ সপ্তাহে দৈনিক উজ্বল সূর্য কিরণ কাল ৬.৫০ থেকে ৮.০০ ঘন্টার মধে থাকতে পারে ।

আগামী সপ্তাহের বাষ্পীভবনের দৈনিক গড় ৩.৫০ মিঃ মিঃ থেকে ৪.৫০ মিঃ মিঃ থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় বঙ্গপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গপসাগরে অবস্থান করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়া বিদ দিলরুবা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন।