ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: স্নায়ুক্ষয়ী ম্যাচে চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুবা ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ। কখনো মনে হচ্ছে হবে আবার কখনো মনে হচ্ছে না এই বুঝি শেষ হলো। এমন স্নাযুক্ষয়ী ম্যাচে চ্যাম্পিয়ন বাংলাদেশ।

জয়ের জন্য ৫৪ বলে ১৫ রান দরকার বাংলাদেশের এমন সময়ে বৃষ্টির বাগড়া। এরপর ডার্ক লুইস পদ্ধতিতে রানের সংখ্যা কিছুটা কমলো। কিন্তু উত্তেজনা যে বেড়েই চলছিলো। অবশেষে ধরা দিলো সেই কাঙ্খিত জয়।

স্নায়ুক্ষয়ী এই ম্যাচে লড়ে গেছেন অধিনায়ক আকবর আলী আর রকিবুল হাসান। ধীরে সুস্থে দলকে বিশ্বজয়ের বন্দরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা পৌঁছায়।

তবে শুরুটা দারুণ হয়েছিলো বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। দাপুটে বোলিংয়ে ভারতকে অনেকটা কোনঠাসা করে রেখেছিলো। ব্যাটিংয়েও দুই ওপেনার পারভেজ হোসেন আর তানজীদ হাসান আত্মবিশ্বাসের সঙ্গেই রান তাড়ার ভিতটা গড়ে দিয়েছিলেন।

বাঁ হাতি পারভেজের সঙ্গে ডান হাতি তানজীদ ভারতীয় বোলারদের খেলছিলেন উইকেটের চারদিকেই। কিন্তু রবি বিষনয়ের লেগ স্পিনের দৃশ্যত এলোমেলো বাংলাদেশের রান তাড়া।

৫০ রানের ওপেনিং জুটি ভাঙার পর বিষনয় তুলে নেন আরও ৩ উইকেট। টপ অর্ডারের ইনফর্ম ব্যাটসম্যানদের হারিয়ে ১৭৮ রানটাকেও অনেক বড় মনে হচ্ছে বাংলাদেশের যুবাদের।

বিষনয় রীতিমতো কাল হয়েই এসেছেন বাংলাদেশের যুবাদের সামনে। এখনো পর্যন্ত ৪ ওভার বোলিং করে ১১ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট।

তানজীদের পর বিষনয় তুলে নিয়েছেন ইনফর্ম মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয় আর শাহদাত হোসেনকে। সুশান্ত মিশ্র নিয়েছেন ২ উইকেট। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন এই পারভেজ। উইকেটে সেট হয়ে যাওয়া এই ব্যাটসম্যানের বিদায় বড় ধাক্কা ছিল বাংলাদেশের।

দলের বিপর্যয়ে পারভেজ আবারও ক্রিজে ফিরেছেন। পরে আকবরের সঙ্গে জুটি বেঁধে তিনি যদি দলকে লক্ষ্যের দিকে এগিয়ে দিয়েছেন অনেকটা পথ। এখন রকিবুল আর আকবর বাকি ৭টা রান যদি নিতে পারেন, তাহলে বিশ্বকাপটা চলে আসবে হাতের মুঠোতেই।

স্নায়ুক্ষয়ী ম্যাচে চ্যাম্পিয়ন বাংলাদেশ এমন জয়ে এগ্রিকেয়ার২৪.কম পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভ কামনা। ছবি ক্রিক ইনফো থেকে নেয়া হয়েছে। প্রথম আলো সংবাদ থেকে কিছু তথ্য নেয়া হয়েছে।