হলুদ গাছ। ছবি: মোসা: মাহবুবা ইয়াসমিন
মোসাঃ মাহবুবা ইয়াসমিন, এগ্রিকেয়ার২৪.কম: হলুদ একটি লতাপাতা সংক্রান্ত বহুবর্ষজীবী উদ্ভিদ যা ৫০-৬০ এবং এটার পাতা বড় আয়তাকার হয়ে থাকে। লম্বায় এক মিটার উঁচু হয়ে থাকে। ফুলের রঙ সাদা ও হলুদ হয়।
স্থানীয় নাম – হলুদ গাছ
বৈজ্ঞানিক নাম- Curcuma longa
বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস-
জগৎ- Plantae
বর্গ- Zingiberales
পরিবার- Zingiberaceace
গণ- Curcuma
প্রজাতি- C. longa
ঔষধি গুণ:
হলুদ কাজ করে রক্তবহ স্রোতে। রক্তের বিভিন্ন রোগে হলুদের রস ব্যপক ভাবে ব্যবহৃত হয়। বাংলায় হলুদ শুভ অনুষ্ঠানের সূচক। বিবাহ , জন্মদিন এবং নতুনবউ বরণ অনুষ্ঠানে হলুদ ব্যবহৃত হয়।
উপকারিতা:
১. কৃমিনাশক হিসেবে।
২. শিশুর কথা আটকে যায়, তোতলায় এগুলো দূর করে।
৩. প্রসাবের জ্বালাপোড়ার উপশম করে।
৪. চর্ম রোগ নিরাময় করে।
৫. শরীরের চুলকানি ভালো করে।
৬. চোখ ওঠা ভালো করে।
৭. শরিরের কোন অঙ্গ মচকে গেলে বা আঘাত লাগলে ব্যথা ও ফোলা দ্রুত কমায়।
৮. জোঁক ছাড়াতে ও রক্ত পড়া বন্ধ করতে।
৯. বায়ুনাশক, অম্ল নিবারক ও হজম শক্তি বৃদ্ধিকারক।
১০. রান্না সুস্বাদু করতে।
১১. ব্রণ নিরাময়ে।
১২. শরীরের দাগ উঠাতে।
১৩. গায়ের রং উজ্জ্বল করতে।
১৪. গলা বসে শ্বাস রুদ্ধ হলে।
১৫. ফোঁড়া পাকাতে ও শুকাতে।
১৬. লিভারের দোষ দূর করে।
হলুদের ঔষধি গুণ ও ১৬ উপকারিতা শিরোনামে সংবাদের লেখাটি লিখেছেন রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসাঃ মাহবুবা ইয়াসমিন

উল্লেখ্য,  রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।

বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু