অর্থনীতি সংবাদ ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: হুট করে ব্যাংকের সুদহার কমালো তুরস্ক। এমন সিদ্ধান্তে হতবাক দেশটির অর্থনীতিবিদরা। ১০০ শতাংশ বেসিস পয়েন্ট ধরে বৃহস্পতিবার এ সুদহার ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক সুদহার ১৪ শতাংশ থেকে ১ শতাংশ কমিয়ে ১৩ শতাংশ নির্ধারণ করেছে। এরআগে কার্যত কোনো আভাসই ছিল না সুদহার কমানোর।

রয়টার্সের জরিপেও কোনো অর্থনীতিবিদ এমন পূর্বাভাস দেননি। কেননা এরই মধ্যে দেশটি গত ২৪ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি সর্বোচ্চে পৌঁছেছে।

খবরে বলা হয়েছে, সুদহার কমানোর পর ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার মান আরো কমেছে। ১ ডলারের বিনিময় হার দাঁড়িয়েছে ১৮ লিরায়। এ সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে, বৈশ্বিক কঠোর আর্থিক নীতি সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সুদহার কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তুরস্কের নাগরিকদের আয় ও সঞ্চয় গভীর সংকটে খাবি খাচ্ছে। গত বছরের শেষের দিকে ৫০০ বেসিস পয়েন্ট কমানোর পর গত সাত মাস ধরে ব্যাংকটি তার পলিসি রেট ১৪ শতাংশ ধরে রেখেছিল। সেই নীতি শিথিলকরণ ডিসেম্বরে একটি ঐতিহাসিক মুদ্রা সংকট তৈরি করে, যা মূল্যস্ফীতি ব্যাপকভাবে বাড়িয়ে দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী কমিটির বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক প্রবৃদ্ধি সম্পর্কিত অনিশ্চয়তার পাশাপাশি বর্ধিত ভূ-রাজনৈতিক ঝুঁকির সময়ে শিল্প উৎপাদনে বৃদ্ধির গতি এবং কর্মসংস্থানের ইতিবাচক প্রবণতা রক্ষা করার জন্য আর্থিক অবস্থার সহায়ক থাকা গুরুত্বপূর্ণ।

এগ্রিকেয়ার/এমএইচ