নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩০ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। আজ কয়েকটি বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ সোমবার (১০ মে) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট, ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশালে অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে। এছাড়াও আগামী ৩ দিনের (৭২ ঘন্টার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রসহ বৃষ্টির প্রবনতা বা সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণে দেখা যায় কক্সবাজারে সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময়ে দেশের ৩০ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে ফরিদপুর, সিলেট অঞ্চলে। এছাড়াও…

ঢাকা ৬ মিলিমিটার, টাঙ্গাইল ৯ মিলিমিটার, (মাদারিপুর, গোপালগঞ্জ, নিকলি, কুমিল্লা,মাইজদীকোর্ট , ফেনী,  শ্রীমঙ্গল, ডিমলা, ভোলা এই ৯ অঞ্চলে ১ মিলিমিটার  বৃষ্টি হয়েছে)। ময়মনসিংহ  ও নেত্রকোনা ৩ মিলিমিটার, চাঁদপুর ও সৈয়দপুর ৮ মিলিমিটার, কুতুবদিয়া ১৮ মিলিমিটার, দিনাজপুর ও সাতক্ষীরা ৬ মিলিমিটার, রংপুর ও খুলনা ২ মিলিমিটার, যশোর ১২ মিলিমিটার, চুয়াডাঙ্গা ৫ মিলিমিটার, পটুয়াখালী  ৪ এবং খেপুপাড়া ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও রাঙ্গামাটি ৩৭.৫ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.। অস্থায়ী দমকায় (৪০-৫০) কিলোমিটার হতে পারে।

আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮৯%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.৩২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ১৮ মিনিটে।

২৪ ঘন্টায় ৩০ অঞ্চলে বৃষ্টি, আজ যেসব বিভাগে সম্ভাবনা সংবাদটির তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পাঠক আপনার এলাকার আবহাওয়াসহ কৃষির সব ধরণের সংবাদ আমাদের জানাতে পারন। আমরা তা তুলে ধরবো আপনার নাম, ঠিকানা ও ছবি সহ। কৃষির যত্নে কৃষকের সাথে স্লোগান নিয়ে দেশের সবচেয়ে বৃহৎ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব ধরণের সংবাদ তুলে ধরছে। আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানা [email protected] এছাড়া ফেসবুক পেজেও জানাতে পারেন আপনাদের লেখা। ফেসবুকে লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।

এগ্রিকেয়ার/এমএইচ