অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: মেক্সিকোর ২ কোটি ৮০ হাজার টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আাগামী মৌসুমে। সেইসাথে মেক্সিকোয় চলতি মৌসুমে ভুট্টা উৎপাদন বাড়বে।

ভয়াবহ খরার প্রভাবে দেশটির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হলেও ভুট্টা উৎপাদন আগের মৌসুমের তুলনায় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক। খবর ওয়ার্ল্ডগ্রেইনডটকম।

পূর্বাভাসে বলা হয়, মেক্সিকো ২০২০-২১ মৌসুমে ২ কোটি ৭২ লাখ টন ভুট্টা উৎপাদন করবে। গত মৌসুমে উৎপাদন হয়েছিল ২ কোটি ৬৬ লাখ টন। এছাড়া আগের পূর্বাভাসের তুলনায় নতুন পূর্বাভাসেও উৎপাদন বেড়েছে ২ লাখ ৩৫ হাজার টন। তবে ২০২১-২২ মৌসুমের জন্য করা প্রাক্কলনের তুলনায় উৎপাদন কমবে। আগামী মৌসুমে ২ কোটি ৮০ হাজার টন ভুট্টা উৎপাদনের প্রাক্কলন করে ইউএসডিএ। বিভাগটি এক নোটে জানায়, মেক্সিকোর সিনোলা অঞ্চলে সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন হয়। অঞ্চলটি খরায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।

ইউএসডিএ জানায়, প্রাথমিক প্রাক্কলনে চলতি মৌসুমের শীতকালীন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৫ লাখ টন। তবে প্রত্যাশার তুলনায় কম আবাদ হওয়ায় দেশটির বেসরকারি সূত্র ৪৮ লাখ টন ভুট্ট উৎপাদনের প্রাক্কলন করে।

এগ্রিকেয়ার/এমএইচ