নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ ৩ বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। একইসাথে দেশের ৪ জেলায় কুয়াশা সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য নিশ্চিত করেছে।

দেশের একাধিক এলাকায় দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশা। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে নদীর আশপাশের এলাকায় মাঝারি ধরনের কুয়াশায় ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরোও জানায়,  মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাঞ্চলে নদী অববাহিকার কোথাও কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দু- এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে।এছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে ভারী কুয়াশা শৈত্য প্রবাহ আকারে পড়তে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চতাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কি.মি.। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১ শতাংশ। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আর সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিব লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে।

এগ্রিকেয়ার/এমএইচ