নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর পুঠিয়ায় করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন অব্যাহত রাখায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ১৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার আউশ বীজ ও সার এবং ৫০% ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার প্রত্যেক চাষীকে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং উপজেলার ঝলমলিয়ার উদ্যেক্তা মোঃ মাহাবুবুর রহমানকে ৫০% ভর্তুকিতে ১ টি কম্বাইন হারভেস্টার দেওয়া হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি. এম. হিরা বুচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, সিনিয়র মৎস্য অফিসার মোঃ ওমর আলীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।