রাজধানীতে মৌ মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজধানীতে মৌ মেলা শুরু হচ্ছে কাল (সোমবার)। দেশের মৌ চাষের ব্যাপ্তি, মৌ চাষের গুরুত্ব ও চাষ পদ্ধতি, মধু’র প্রদর্শনসহ নানা আয়োজন থাকবে এ মেলায়।

আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২০) রাজধানীর ফার্মগেট সংলগ্ন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে তিনদিনব্যাপী এ মেলা শুরু হবে।

বেলা আড়াইটায় মানব উদ্দীপন বন্ধনের মাধ্যমে এ মেলার আনুষ্ঠানিকতা উদ্বোধন করবেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক।

এবারের জাতীয় মৌ মেলা ২০২০ এর প্রতিপাদ্য হলো ‘পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌ চাষ’। মেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রতিপাদ্যের ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সৈয়দ নুরুল আলম, পরিচালক (অব.) পরিকল্পনা ও মূল্যায়ন উইং, বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট, গাজীপুর।





এ উপলক্ষে বিএআরসি এর মিলনায়তনে অনুষ্ঠিত হবে সেমিনার। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান।

এতে স্বাগত বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদফতরের হর্টিকালচার উইং এর পরিচালক কৃষিবিদ মো. কবির হোসেন। মৌ চাষের ওপর নির্মিতি কৃষি তথ্য সার্ভিসের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

মেলায় খাঁটি মধু কেনার সুযোগও পাবেন ক্রেতারা। এছাড়া তারা জানতে পারবেন মৌ চাষ সম্পর্কে নানা তথ্য। এতে সরকারি ও বেসরকারি একাধিক স্টল থাকবে। সেখান থেকে দর্শনার্থীরা পাবেন মৌ বিষয়ে নানা তথ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, মৌ মেলার মাধ্যমে মৌ চাষ ও খাঁটি মধু বিষয়ে সরাসরি তথ্য জানার সুযোগ রয়েছে। এর ফলে মৌ চাষের প্রতি আগ্রহ অনেকাংশ বৃদ্ধি পাবে। তাছাড়া মধু উৎপাদনেও বড় সাফল্য আসবে।

প্রসঙ্গগত, কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে গত কয়েক বছর ধরে নিয়মিত মৌ মেলা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এ মেলার মাধ্যমে মৌ চাষ সম্পর্কে বিস্তারিত ধারণা পাচ্ছেন চাষিরা।

রাজধানীতে মৌ মেলা শুরু হচ্ছে কাল (সোমবার) শিরোনামের সংবাদটির তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে এগ্রিকেয়ার২৪.কম কে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: হলুদ চেরি টমেটো’র জাত অবমুক্ত, ফলন মিলবে ছয়মাস পর্যন্ত