মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, কৃষি প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রিয় বাগানী বন্ধুরা। আমরা হয়তো বৃষ্টি হবে না মনে করে সেভাবে বাগান সাজিয়েছি। কিন্তু অসময়ে বৃষ্টি এসে গেলো।

অল্প বৃষ্টির পানি ফসলের জন্য উপকারী হলেও অধিক বৃষ্টিতে গাছ মরে যেতে পারে। তাই কিছু বাড়তি কাজ করতে হবে।

যে সকল গাছ বেশি পানি সহ্য করতে পারেনা, সেগুলো নিরাপদ আশ্রয়ে নেয়া। শাক জাতীয় সবজি, মরিচ, টমেটো, বেগুন ইত্যাদি সম্ভব হলে নিরাপদ আশ্রয়ে নিতে হবে।

সেক্ষেত্রে পলিথিনের ছাউনির নিচে, বারান্দা, সিড়িকোটার নিচে রাখা যেতে পারে। যেগুলো তে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা আছে, সেগুলো তে সমস্যা হবে না।

মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, কৃষি প্রতিবেদক