ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের বিভিন্ন স্থানে আজও অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির হতে পারে।

আজ রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের আবহাওয়া বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে উত্তর পূর্ব বঙ্গেপাসগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে।

যেসব স্থানে আজও অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলোর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা: সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: আগামী ২১ এপ্রিল পবিত্র শবে বরাত পালিত হবে