ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রোববার (২ জুন) সারাদেশের একাধিক স্থানের ওপর দিয়ে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ রোবাবার সকাল সাড়ে ১০টা ৩০ মিনিট থেকে পরবর্তী ১২ ঘন্টা ঘন্টায় এসব স্থানে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বলা হয়েছে, আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে পরবর্তী ১২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা, ঢাকা ও কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আজ সকাল থেকে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের প্রায় সব জেলায় কালবৈশাখীর সম্মুখীন হতে পারে।