আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ইন্দোনেশিয়ায় চলতি বছরের জুনে পাম অয়েল উৎপাদনে মন্দাভাব দেখা গেছে। এ সময়ে আগের মাসের তুলনায় দেশটিতে পণ্যটির উৎপাদন  তিন লাখ টন কমেছে।

এর জেরে একই সময়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল রফতানিতেও মন্দাভাব বিরাজ করছে। আগের মাসের তুলনায়  রফতানি কমেছে ১ লাখ ২০ হাজার টন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক জরিপভিত্তিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পাম অয়েল উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর তালিকায় শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের জুনে ইন্দোনেশিয়ায় সব মিলিয়ে ৩৪ লাখ ৫০ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছে, যা আগের মাসের তুলনায় ৩ লাখ টন কম।

গত মে মাসে দেশটিতে মোট ৩৭ লাখ ৫০ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছিল। উৎপাদনে মন্দাভাবের জের ধরে গত জুনে ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল রফতানি আগের মাসের তুলনায় ১ লাখ ২০ হাজার টন কমেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ সময় ইন্দোনেশীয় রফতানিকারকরা আন্তর্জাতিক বাজারে মোট ২৪ লাখ ৮০ হাজার টন পাম অয়েল রফতানি করেছে। গত মে মাসে দেশটি থেকে মোট ২৬ লাখ টন পাম অয়েল রফতানি হয়েছিল। সূত্র: বণিক বার্তা।