ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দিনব্যাপী উৎসবে মেতেছিলেন দেশের প্রাণি স্বাস্থ্য খাতের পেশাজীবি ও তাদের তাদের পরিবারের সদস্যরা। নানা আয়োজন ছিলো এ উৎসবে। সবাই যেন এক ছাতার নিচে মিশেছিলেন।

এনিম্যাল হেলথ্ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB) এর পক্ষ থেকে অনুষ্ঠিত এ বনভোজনে কোন কিছুতেই কমতি ছিলো না।

শনিবার (৯ ফেব্রুয়ারী) গাজিপুরের কালিগঞ্জের উলুখোলা এলাকায় মেঘবাড়ী রিসোর্টে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে আহকাব এর নির্বাহি কমিটির সদস্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আহকাব এর পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টার পর থেকেই বনভোজনের স্থানে অতিথিরা আসতে শুরু করেন। ঘণ্টা খানেকের মধ্যে অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বনভোজন প্রাঙ্গন।

ক্রিকেট, হাড়িভাঙ্গা, বালিশ বদল, মোড়গ যুদ্ধসহ বিভিন্ন ধরণের খেলায় অংশ নেন সবাই। এছাড়া ছিলো সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান। র‌্যাফেল ড্র’য়ে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন আহকাব এর নেতৃবৃন্দ।

বছরজুড়ে টানা কাজের ফাঁকে এমন আনন্দ ভাগাভাগি করে নেয়াতে সবার প্রশান্তির ছোঁয়াও বিরাজ করছিলো। অন্যান্য বারের চেয়ে এবারের আয়োজন বড় ও জাঁকজমক হওয়ায় আনন্দের পরিমাণও যেন খানিকটা বেড়ে গিয়েছিলো।