ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

পুনরায় নির্বাচিত হওয়ায় মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কে প্রাণিসম্পদ অধিদপ্তর, খুলনা বিভাগ এর পক্ষে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ সোমবার (৩১ ডিসেম্বর) খুলনা বিভাগীয় উপপরিচালক কল্যাণ কুমার ফৌজদার স্যারের পক্ষে ডাঃ ভবতোষ কান্তি সরকার, জেলা প্রাণিসম্পদ অফিসার, যশোর, ডাঃ তপনেশ্বর রায়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, যশোর সদর, প্রভাস চন্দ্র গোস্বামী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, চৌগাছা এবং যশোর সদর উপজেলার ভেটেরিনারি সার্জন ডাঃ সরোয়ার হোসেন মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, খুলনা-৫ আসনের ১৩৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) মিয়া গোলাম পরওয়ার ৩২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।