পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি সময়ে পোল্ট্রি, হাঁসমুরগি ও পশুর বিভিন্ন রোগ বালাই দেখা দেয়। এছাড়া কিছু ভিটামিনেরও অভাব হয়। আসুন জেনে নেয়া যাক সঠিক পরিচর্যার নিয়মাবলী।

এ সময়ে রানীক্ষেত, মাইকোপ্লাজমোসিস, ফাউল টাইফয়েড, পেটে পানি জমা এসব রোগ দেখা দিতে পারে। সে কারণে প্রয়োজনীয় টিকা প্রদান করতে হবে।

এছাড়া ভিটামিন সি ও ভিটামিন ই এর অভাবও দেখা দিতে পারে। তাই খাবারের সাথে ভিটামিন সরবরাহ করতে হবে।

গবাদিপশুকে প্রয়োজনীয় ভ্যাক্সিন দিতে হবে এবং কৃমিনাশক খাওয়াতে হবে। গবাদিপশুকে উন্নত খাবার যেমন-সবুজ ঘাস, ইউরিয়া মোলাসেস স্ট্র, ইউরিয়া মোলাসেস ব্লক এসব খাওয়াতে হবে। যে কোনো সমস্যা সমাধান করেত উপজেলা পশুসম্পদ অফিসে যোগাযোগ করতে পারেন। সূত্র: এআইএস।