নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের নানা দিক নিয়ে কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক এর সাথে বৈঠক করেছেন বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষিমন্ত্রণালয়ের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাপা’র সভাপতি এএফএম ফকরুল ইসলাম মুন্সি, বাপা জেনারেল সেক্রেটারি মো. ইকতাদুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম জাহাঙ্গীর হোসাইন, ইসি মেম্বার ও সাবেক জেনারেল সেক্রেটারি মো. রাজু আহমেদ, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ অনেকে।

বৈঠকে কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের রপ্তানী বৃদ্ধির তাগিদ দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

এ সময়ে বাপার পক্ষ থেকে কৃষিমন্ত্রীর কাছে যেসব দাবি তুলে ধরা হয় সেগুলোর মধ্যে রয়েছে নতুন কৃষি প্রক্রিয়াজাত পণ্য কারখানায় গ্যাস সংযোগ বৃদ্ধি, কমদামী চাল রপ্তানীর সুযোগ, কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানীকারকদের প্রণোদানা দিতে হবে।