ক্যারিয়ার সচেতনতা তৈরিতে সিকৃবিতে

গোলাম মর্তুজা সেলিম, সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা তৈরিতে সিকৃবিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর, ২০১৯) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) অনুষ্ঠিত GRE Discussion শীর্ষক এ সেমিনারের আয়োজনে ছিলো সিকৃবি ক্যারিয়ার ক্লাব।



GRE Academy, সিলেট এর সহযোগিতায় সেমিনারটি ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়। এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে  অংশগ্রহণ করে।

GRE Academy এর সাধারণ সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ আসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অর্ঘ্য চন্দ।

অনুষ্ঠানের শুরুতে জি আর ই নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের মাস্টার্স এর শিক্ষার্থী ডা. মাহফুজুর রহমান আদনান।

সেমিনারের অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি’র কীটতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ মন্ডল, মো. জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক ডিপার্টমেন্ড অব এগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার, এপিডেমোলোজি এন্ড পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ডা. মৌমিতা দাস ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষক ডা. মুক্তার আহমেদ।

অনুষ্ঠানের এক পর্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের লোগো কনটেন্ট বিজয়ী কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান রিয়াদ মাঝে সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের  অতিথিরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন GRE Academy এর ডিরেক্টর মিজানুর রহমান। এ সময় জি আর ই বিষয় খুঁটিনাটি সকল বিষয় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন তিনি।

শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা তৈরিতে সিকৃবিতে সেমিনার অনুষ্ঠিত সংবাদটি তৈরি করেছেন এগ্রিকেয়ার২৪.কম এর সিকৃবি প্রতিনিধি গোলাম মর্তুজা সেলিম।

আরও পড়ুন: নারী দিবসে সিকৃবি বাঁধনের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়