ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি সপ্তাহে যেমন যাবে বৃষ্টিপাতের পরিস্থিতি তার তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

চলতি এক সপ্তাহে (২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত)আবহাওয়ার পূর্বাভাসে দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



এছাড়া কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। সেই সাথে বজ্রবৃষ্টিও হতে পারে।

চলতি সপ্তাহে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের অনেক স্থানে এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছুকিছু স্থানে হালকা (০৪ থেকে ১১ মি.মি. /প্রতিদিন) থেকে মাঝারি ১১ থেকে ২২ মি.মি. /প্রতিদিন ধরণের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরণের বর্ষণ হতে পারে।

এ সময়ে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে। এ সময়ে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গত সপ্তাহে দেশের দৈনিক উজ্বল সূর্যকিরণ কালের গড় ৬.২২ ঘণ্টা ছিল। গত সপ্তাহে দেশের দৈনিক বাষ্পীভবনের গড় ৩.৫৯ মি.মি. ছিল।

এ সপ্তাহে দৈনিক উজ্বল সূর‌্য কিরণ কাল ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে থাকতে পারে। আগামী সপ্তাহের বাষ্পীভবনের দৈনিক গড় ৩ থেকে ৪ মি.মি. থাকতে পারে।