নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীতে একদিনে মরে ভেসে উঠেছে ৬১৬ মেট্রিক টন মাছ। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা। হঠাৎ পানিতে অক্সিজেনের ঘাটতির কারণে গত বুধবার (০২ সেপ্টেম্বর) এ অবস্থা হয়েছে বলে জানান মৎস বিভাগ।
৪০০ থেকে ৫০০ টাকা কেজির মাছ বিক্রি হয় ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে। জেলার পবা, মোহনপুর, বাগমারা, তানোরসহ ৮টি উপজেলার ৪ হাজার ৯৩০ জন চাষি ক্ষতির সম্মুখীন হন।
গত মঙ্গলবার সারা দিন আবহাওয়া গুমোট থাকা, পরেই আবার বৃষ্টি শুরু হওয়ার কারণে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এতেই মারা যায় এ বিপুল পরিমাণ মাছ।
চাষিদের ভুলেই মরে ভেসে উঠেছে ৬১৬ মেট্রিক টন মাছ ( ভিডিও) সংবাদের তথ্য সংগ্রহ করেছেন এগ্রিকেয়ার২৪.কম ।
প্রিয় পাঠক/খামারি/চাষি ফসল, মৎস্য, পোল্ট্রি, ডেইরি, প্রাণি বিষয়ে আপনাদের কোন জিজ্ঞাসা বা জানার থাকলে আমাদের জানাতে পারেন। আমরা আমাদের বিশেষজ্ঞ টিমের সহায়তায় আপনাকে সঠিক দিকনির্দেশনা ও বা পরামর্শ জানিয়ে দিবো।
এছাড়া আপনার এলাকার কৃষি সংশ্লিষ্ট যে কোন সংবাদ, ভিডিও বা তথ্যচিত্র পাঠাতে পারেন। আমরা তা তুলে ধরবো। এছাড়া ছবিও পাঠাতে পারেন আমরা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করবো। আমাদের ফেসবুক পেজের( AgriCare24.com) ম্যাসাঞ্জারে অথবা মেইলে( [email protected]) পাঠাতে পারেন।