প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পেলেন ডা. মো. আবদুল জব্বার শিকদার

প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পেলেন ডা.  মো. আবদুল জব্বার শিকদার। এর আগে তিনি সংশ্লিষ্ট অধিদফতরে পরিচালক, প্রশাসন পদে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর, ২০১৯) রাষ্ট্রপতির আদেশক্রমে শাহীন আর বেগম, উপসচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয় তাকে।



এর আগে অধিদফতরটিতে মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন ডা. আইনুল হক।

ডা.  মো. আবদুল জব্বার শিকদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি বিষয়ে পড়াশোনা করেন। ১৯৮৭ সালের এপ্রিল মাসে তিনি প্রাণিসম্পদ অধিদফতরে চাকরি জীবন শুরু করে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের নতুন এ দায়িত্ব পাওয়ায় ডা.  মো. আবদুল জব্বার শিকদার কে এগ্রিকেয়ার২৪.কম এর পরিবারের পক্ষ থেকে ‍অভিনন্দন জানানো হয়েছে।