চাষ ব্যবস্থাপনা করণীয় ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সুস্বাদু শীতকালিন সবজী বরবটি। এখনেই এ সবজী চাষের উপযোগী সময়। আর চাষাবাদের আগে আপনাকে জেনে নিতে হবে এর চাষপদ্ধতি ও রোগ প্রতিরোধ সম্পর্কে। অনেক সময় বরবটির পাতা ও গাছে সাদা পাউডারের মতো দেখা যায়। এছাড়া পাতা হলুদ ও কালো হয়ে গাছ মারা যায়। আজ জানবো কিভাবে এ সমস্যার সহজে প্রতিকার করা যায়।

কারণ: ওইডিয়াম প্রজাতির এক ধরনের ছত্রাকের আক্রমণে এ রোগ হয় থাকে। আক্রমণ বেশি হলে গাছ মারা যেতে পারে।

প্রতিকার: বরবটির এ সমস্যা দূরকরণে প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক ২ গ্রাম প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে রোগাক্রান্ত গাছে সঠিক নিয়মে স্প্রে করলে সুফল পাওয়া যাবে। আর এ রোগের আক্রমণ রোধে আগাম বীজ বপন করা ও রোগ প্রতিরোধী জাত ব্যবহার এবং সুষম সার ব্যবহার করতে হবে। সুত্র: কৃষিকথা।