মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, কৃষি প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাসায় জমে থাকা বাজারের ব্যাগ কেটে সেলাই করে টব বানালাম। মাটির সাথে ভার্মিকম্পোস্ট মিশিয়ে সেগুলো ভর্তি করলাম।

সবজির উচ্ছিষ্ট, ফলের খোসা, ছাদের ময়লা ইত্যাদি জমা করে বানানো জৈব সার দিয়ে মাটি তৈরি করে টব ভর্তি করলাম। এর উপর লাল শাকের বীজ বপন করলাম।

টবে সবজির উচ্ছিষ্ট, ফলের খোসা, ছাদের ময়লা ইত্যাদি জমা করে মাটির আস্তরণ দিয়ে ঢেকে দিলাম। এর উপর লাল শাকের বীজ বপন করলাম।

আমার ধারনা, সকলের বাসায় এরকম ব্যাগ রয়েছে। এগুলো কেটে বিভিন্ন সাইজের টব বানানো যায়। যাতে অনায়াসে-মরিচ, বেগুন, পুঁইশাক, পেঁয়াজ, পুদিনা, ধনিয়া, ফুলগাছ, ক্যাপসিকাম, টমেটো, বোম্বাই মরিচ, শিম, স্কোয়াশ, ঢেঁড়স, করলা ইত্যাদি চাষ করা যায়। এতে টব কেনার খরচ ও ঝামেলা দুটোই বেঁচে যাবে।

বস্তা না কেটে লাউ, মিষ্টি কুমড়া শশা লাগানো যায়। এক্ষেত্রে মাটির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ কেজি দরকার হবে।

বড় গাছের ক্ষেত্রেঃ চালের বস্তা না কেটে ভাজ করে অর্ধেক করে নিলেই হবে। এতে ২০ থেকে ২৫ কেজি মাটি লাগবে। যেমনঃ শিম, বরবটি, শশা, করলা, স্কোয়াশ।

মাঝারী গাছের জন্যঃ বাজারের ব্যাগটি কেটে এমন সাইজ করতে হবে যাতে ৮ থেকে ১০ কেজি মাটি ধরে। এতে মরিচ, ক্যাপসিকাম, ঢেঁড়স, টমেটো, বেগুন করা যাবে।

বাজারের ব্যাগটি চার ভাগ করলে তাতে ৪ থেক ৫ কেজি মাটি ধরবে। এতে লেটুস, বাটি শাক, পুদিনা, ধনিয়া, ফুল ইত্যাদি করা যাবে।