এগ্রিকেয়ার২৪.কম ভ্রমণ ডেস্ক: আগামী ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগ, জেলা বিমানবন্দর থেকে ঢাকায় বিমানে মাত্র ১৮৯৯ টাকায় আসতে পারবেন।

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা যাত্রী সাধারনের জন্য ভাড়ার উপর আকর্ষনীয় এ মূল্যহ্রাস ঘোষণা করেছে। এই সুযোগ ঈদ পূর্ববর্তী ৭ জুন থেকে ১৫ জুন পর্যন্ত নির্ধারিত থাকবে।

ঈদ পূর্ববর্তী জুন ০৭ থেকে ১৫ তারিখ পর্যন্ত সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর থেকে ঢাকা ভ্রমণ করার জন্য সর্বনিম্ন ১৮৯৯ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ০৭ জুন থেকে যশোর, সৈয়দপুর, বরিশাল এবং রাজশাহী রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

ঈদ উপলক্ষে পরিচালিত অতিরিক্ত ফ্লাইট ছাড়াও সিডিউল অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ৬টি, যশোরে ২টি, কক্সবাজারে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট ও রাজশাহীতে ১টি এবং সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে বরিশাল।

বিস্তারিত তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ এবং ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া টিকেট রিজার্ভেশনের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ অফিসে যোগাযোগ করতে পারবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম- মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর মোঃ কামরুল ইসলাম এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।