সারাদেশের পোল্ট্রি পণ্য ডিম

পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ভাদ্র মাসের তালপাকা গরমে পোলট্রির যত্নে যা করতে হবে তা নিচে তুলে ধরা হলো। এ সময়ে পোলট্রি শেডে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। আর টিন শেডে চটের ছালা রেখে মাঝে মাঝে পানি দ্বারা ভিজিয়ে দিতে হবে।

যাতে করে অধিক গরমে মুরগিগুলো মারা না যায় এবং নানা রোগের বিস্তার না ঘটে।

ভেজা আবহাওয়া ও মাঝে মাঝে গরম পোলট্রির ক্ষেত্রে গামবোরো রোগের সংক্রমণ বৃদ্ধি করে। এ রোগে  মুরগির পালক নিচের দিকে ঝুলে পড়ে। গা গরম ও কাঁপুনি দেখা দেয়।

সাদা পানির মতো পাতলা পায়খানা দেখা যায়। মুরগি সহজে নড়ে না। এমনিতে ভাইরাসজনিত এ রোগের কোনো চিকিৎসা নেই। তবে আছে সতর্কতা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা। সূত্র: কৃষি তথ্য সার্ভিস।

 

এগ্রিকেয়ার/এমএইচ