ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে সৌদি আরব তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অতি সম্প্রতি দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা জানিয়েছে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশ করার অনুমতি দেয়ার কথা জানিয়েছে।
দেশটির সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট, এক্সপ্রেস রিয়াদ ও আরব নিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। নির্দিষ্ট কয়েকটি শর্ত মানার সাপেক্ষে ২৫ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শর্তগুলো হলো:
১. সৌদি আরবে যেতে হলে বিমান যাত্রার আগে সাত দিনের জন্য হোম কোয়ারেন্টিন থাকতে হবে। কোয়ারেন্টিন শেষ হওয়ার পর চিকিৎসকদের করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট লাগবে।
২. বিমানে ভ্রমণের আগে যাত্রীদের সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্ধারিত নির্দিষ্ট একটি ফরম পূরণ করতে হবে। সৌদি আরবে বিমানবন্দরে নেমে বিমানবন্দর স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেন্দ্রে জমা দিতে হবে ফরমটি।
৩. সব যাত্রীকে ঞধঃসধহ এবং ঞধধিশশধষহধ নামক দুটি অ্যাপ ডাউনলোড করে নিজেদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। সৌদি আরবে নামার আট ঘণ্টার মধ্যে ঞধঃসধহ অ্যাপটিতে নিজের বাসস্থানের ঠিকানা নিবন্ধনেরও নির্দেশনা দেয়া হয়েছে।
৪. বিমান ভ্রমণের আগে সেল্ফ কোয়ারেন্টিন করার সময় ফর্মে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী সতর্কতামূলক পদক্ষেপ নিতেও আহ্বান জানানো হয়েছে।
যেসব শর্ত মেনে সৌদি যেতে পারবেন বাংলাদেশিরা শিরোনামে সংবাদটি যুগান্তর থেকে সংগ্রহ করা হয়েছে।