অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আর্থিক অন্তর্ভূক্তিকরণে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিশেষ ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) ব্যাংকের আগারগাঁও শাখার উদ্যোগে রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা সেন্ট্রাল ও সাউথ জোনপ্রধান মো. শফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। অন্যদের মাঝে বক্তব্য দেন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আমির হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও আগারগাঁও শাখা প্রধান মাহমুদা সুলতানা।

এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘ক্ষুদ্র সঞ্চয় ও উন্নয়নে গতি’- শ্লোগানে ইসলামী ব্যাংক ছাত্র, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রবাসীসহ সকল শ্রেণি ও পেশাজীবীকে আর্থিক খাতে অন্তর্ভূক্তিকরণে ৪ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে।