মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, কৃষি প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: মাঝেমাঝে অনেকেই জিজ্ঞেস করেন, লাউ জাতীয় ফসলের পুরুষ ও স্ত্রী ফুল কিভাবে চিনবেন। সে প্রেক্ষিতে, আজ ছবির মাধ্যমে পরিচয় দিলাম। একই সাথে দুরকম ফুল গাছে না ফুটলে লাউ না হবার সম্ভাবনা বেশি।

কখনও আবার থাকলেও পরাগায়ন না হলে ফল হয় না। তখন পুরুষ ফুল ছিড়ে হাত দ্বারা স্ত্রী ফুলে পরাগায়ন করিয়ে দিতে হবে।

আরেকটি বিয়য়: লাউয়ের মুল গাছে শুধুই পুরুষ ফুল হয় (1st generation), প্রাথমিক শাখায় পুরুষ + স্ত্রী ফুল দেখা যায় (2nd generation), সেকেন্ডারি শাখায় শুধুমাত্র স্ত্রী ফুল আসে (3rd generation)। এজন্য মূল গাছ ও প্রাথমিক শাখার সবগুলো একসাথে কেটে ফেলা ঠিক নয়।

ফসলের চাষাবাদ ও ছাদ বাগানের যে কোনো সমস্যা জানতে এবং এসব বিষয়ে নিয়মিত পরামর্শমূলক তথ্যনির্ভর প্রতিবেদন পেতে আমাদের ফেসবুক পেজে (Agricare24.com) লাইক দিয়ে সঙ্গে থাকুন, প্রকাশিত প্রতিবেদন চলে যাবে আপনার ফেসবুক ওয়ালে।