অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল এ ‘শিশু ও কিশোরকালীন মানসিক স্বাস্থ্য সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জেড. এইচ. সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের অধীনে হাসপাতালের নিউক্লিয়ার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ ডা. মো. সাইজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং অটিজম কমিটির জাতীয় উপদেষ্টা পারভীন হক সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসক ডা. মেন্ডি কে. সিকদার এবং জাতীয় পর্যায়ের বিষয় ভিত্তিক বিশিষ্টজনেরা।

উক্ত সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা. ফাহমিদা ফেরদৌস ও ডা. হেলাল উদ্দিন আহম্মেদ। সভায় শিশু-কিশোরকালীন মানসিক স্বাস্থ্য সমস্যা ও তার সমাধান সম্পর্কে এবং Universal Health Coverage for primary Health Care এর উপর বিস্তারিত আলোচনা হয়।

পরিশেষে সবার সুস্থতা কামনা করে সভাপতি সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।