গোলাম মর্তুজা সেলিম, সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের  (সিকৃবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মার্চ) এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো: ছানোয়ার হোসেন মিয়া।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: মতিয়ার রহমান হাওলাদার।

প্রধান অথিতির বক্তৃতায় ড. মতিয়ার রহমান ছাত্র-ছাত্রীদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে প্রস্তুত হতে হলে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমের এর সাথে বিশেষ করে খেলাধূলায় সক্রিয় অংশগ্রহন করতে বলেন।

সভাপতির বক্তব্যে ড. সায়েম বলেন, খেলাধূলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বৃদ্ধি গঠন করে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে।

বিভিন্ন আকর্ষনীয় ইভেন্টের মধ্যে ১০০ মিটার দৌড়ে ছেলেদের মধ্যে প্রথম হয় ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ছাত্র অনিক কুমার সরকার এবং মেয়েদের মধ্যে প্রথম হয় কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ছাত্রী নারগিস আক্তার।

অনুষ্ঠানে সকল অনুষদীয় ছাত্র-ছাত্রী, ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।