নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: অগ্রণী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেলেন আতিকুর রহমান সিদ্দিকী। পদোন্নতির আগে তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক হিসেবে সুনাম ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডে যোগদান করেন আতিকুর রহমান।

তার চাকরি জীবনে সিরাজগঞ্জ, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা পূর্ব, টাঙ্গাইল ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। টাঙ্গাইলে দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে সিএমএসএমই বিশেষ প্রণোদনা ঋণ বিতরণে টাঙ্গাইল সারা দেশে প্রথম হয়।

একই সময়ে টাঙ্গাইল অঞ্চলের ১১টি শাখা শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণমুক্ত হয়। তার ইতিবাচক ব্যাংকিং কর্মকাণ্ডের কারণে তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রশংসাপত্র অর্জন করেন।

আতিকুর রহমান দেশে ও বিদেশে প্রায় ৩০টিরও বেশি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, এর মধ্যে সিঙ্গাপুর ফ্লেমিং ইনস্টিটিউট আয়োজিত ‘রিটেইল ব্যাংকিং এশিয়া প্রশিক্ষণ’ কর্মসূচি অন্যতম।

এগ্রিকেয়ার/এমএইচ