নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রচন্ড গরমে অতিষ্ট জনগণে অবশেষে স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায়  দেশের ১৫ অঞ্চলে বৃষ্টি হয়েছে। তবে, রাজধানীসহ দেশের কয়েক স্থানে কালবৈশাখি ঝড় হয়েছে। বিজলি চমকানোর সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতের শব্দে সকাল ভয়ংকর হয়ে দেখা দিয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে শুরু হয় বজ্রবৃষ্টি। তবে, সকাল পৌনে ৮টার দিকে ঝড়-বৃষ্টি অনেকটাই কমে যায়।

গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া্বিদ মো: বজলুর রশিদ জানিয়েছিলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসাথে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, যশোর, রঙ্গামাটি অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছেঃ রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টির তথ্যে আজ সকালে আবহাওয়া দপ্তর জানান , গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুর ৬০ মিলিমিটার। এছাড়া টাঙ্গােইল ১২, নেত্রকোনা ০৮, কুমিল্লা ০৭, ফেনী ০৬, সিলেট ২৭, শ্রীমঙ্গল ৪, রাজশাহী ১৮, ঈশ্বরদী ২৪, বগুড়া ২১, বদলগাছী ৩৫, তাড়াশ ৩০, দিনাজপুর ১৭, সৈয়দপুর ৫১, তৈঁতুলিয়া ০৮, ডিমলা ৩৪ ও রাজারহাট ৩২ বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত হয়ে ১-২ ডিগ্রি কমতে পারে। গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৪১ দশমিক ২ ডিগ্রি এবং সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুর ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুইদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি.। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৬ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩৩ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ২২ মিনিটে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এগ্রিকেয়ার/এমএইচ