ইউসুফ আলী সুমন, নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘দেশে আওয়ামী লীগ সরকার থাকলে কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটে। এখন খোলা বাজারে ধানের দাম বেশী। কিন্তু সরকার ধান ক্রয় বন্ধ করলে খোলা বাজারে ধানের দাম কমে যাবে।’

মন্ত্রী আরোও বলেন, ‘হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। ইতিপূর্বে কৃষিতে বিভিন্ন প্রণোদনা ও কৃষি উপকরণে ভর্তুকি দিয়ে কৃষকের পাশে সরকার দাঁড়িয়েছে।’

আজ বুধবার ( ১৮ নভেম্বর ২০২০) দুপুরে খাদ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের সরকারী খাদ্যগুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রীর পক্ষে ফিতে কেটে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এলএসডি মাহফুজ আল আসাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার এতে সভাপতিত্ব করেন। এবারে প্রতি কেজি ধান ২৬ টাকা এবং চাল ৩৭ টাকা দরে উপজেলার সদর ও শিবপুর খাদ্যগুদামে ১ হাজার ৮৬১ মেট্রিক টন ধান এবং ৫১০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামীবছর ২৮ফেব্রুয়ারী পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

এগ্রিকেয়ার/এমএইচ