ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘণ্টার মধ্যে (৩০ মার্চ, সন্ধ্যা ৬টা থেকে) দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এর সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এর তথ্য আজ শনিবার (৩০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার (৩০ মার্চ, সন্ধ্যা ৬টা থেকে) আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণপসাগরে অবস্থান করছে।

এ প্রেক্ষিতে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আরও পড়ুন: শনিবারের পোল্ট্রি পণ্য ডিম, মুরগির পাইকারি দাম