কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ মঙ্গলবার (৩ মার্চ, ২০২০) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ধান গবেষণা ইনস্টিটিউটে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

এছাড়া সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সিনপটিক অবস্থা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপাসগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

নিচের ছবিতে আরও বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।