এগ্রিকেয়ার.কম কৃষি আবহাওয়া ডেস্ক: প্রবল মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর তৎ সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে আজ ১৪ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে দমকা/ঝড়ো হাওয়া সহ ভারী (৪৪-৮৮ মিঃমিঃ) থেকে অতি ভারী (>৮৮ মিঃমিঃ) বর্ষণ হতে পারে।

আজ সাড়ে দশটার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।

তারা বলছে আগামী ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়া সহ ভারী (৪৪-৮৮ মিঃমিঃ) থেকে অতি ভারী (>৮৮ মিঃমিঃ) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম ও সিলেট পাহাড়ি অঞ্চলে কোথাও কোথা ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়ার তথ্য নিচে তুলে ধরা হলো।