ঝড় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর , ময়মনসিংহ, চট্রগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়: রাজশাহী ও বরিশাল বিভাগের বেশি জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এছাড়াও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আজ ১৯ জুলাই ২০২০ রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফে ২৪.৫ ডিগ্রি এবং বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ শতাংশ।