এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: আজ শুক্রবার (৬ মার্চ) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শীলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস: রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়, রংপুর ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু যায়গায় এবং ময়মনসিংহ চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শীলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা: সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩)° সে ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকার পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (দিন): বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবনতা অব্যাহত থাকতে পারে। সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।