কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের কয়েক অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’

এছাড়া ডিমলায় ১৮ মিলি, ঢাকায় ৫ মিলি, তেঁতুলিয়ায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুর ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ