ঝড় বৃষ্টি

কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ শনিবার (১৩ এপ্রিল) বিকাল থেকে পরবর্তী সময়ে দেশের একাধিক স্থান ঝড়োহাওয়াসহ বজ্রবৃষ্টির সম্মুখিন হতে যাচ্ছে।

আজ বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য প্রকাশ করেছে।

তারা জানিয়েছে, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা,কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা, মানিকগঞ্জ, ফরিদপুর, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ,শরিয়তপুর অঞ্চল সমুহ অস্থায়ী ভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে পারে।

এদিকে বেলা চারটার দিকে টাঙ্গাইলসহ আশপাশের একাধিক স্থানে ঝড়োহাওয়াসহ মাঝারি বৃষ্টি হতে দেখা গেছে।