নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে রশুন(দেশী,আম), আলু, মুরগী ব্রয়লার, আদা(আম) ,ডিম, আমদানি করা পেঁয়াজের দাম। সেইসাথে সয়াবিন (লুজ), তেজপাতা, ছোলা, লবঙ্গ, এলাচসহ কিছু পণ্যের দাম কমেছে। তবে, বেশিরভাগ পণ্য কিনতে গুনতে হবে অতিরিক্ত টাকা।

ঢাকা মহানগরীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খুচরা বাজারদর (মূল্য টাকায়) প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। নিত্যপ্রয়োজনীয় পণ্যের গতকাল প্রকাশিত (৬ জানুয়ারি ২০২৩) শুক্রবারের বাজারদরে ৩০টির বেশি পণ্যের দাম প্রকাশ করেছে টিসিবি।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কাওরান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার,শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজম পুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা, মীরপুর-১ নং বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

পড়তে পারেন: দাম বেড়েছে পেঁয়াজ তেল চিনি ডিম মুরগির

প্রকাশিত বাজারদরে দেখা যায়, রশুন(দেশী,আম), আলু, মুরগী ব্রয়লার, আদা(আম) ,ডিম, পিয়াজ (আম) এর মূল্য বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে আটা(খোলা), ময়দা(খোলা,প্যাঃ), সয়াবিন (লুজ), তেজপাতা, ছোলা, লবঙ্গ, এলাচ, পিয়াজ(দেশী), হলুদ এর মূল্য হ্রাস পেয়েছে । অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তীত রয়েছে।

 মাপের এককঅদ্যকার মূল্য(টাকায়)১সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)১ মাস পূর্বের মূল্য(টাকায়)
০৬/০১/২৩৩০/১২/২২০৬/১২/২২
সর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চ
প্রতি কেজি         ৫৮          ৭৫           ৫৮          ৭৫         ৬২        ৭৫
প্রতি কেজি         ৫২          ৬০           ৫২          ৬০         ৫৫       ৬০
প্রতি কেজি         ৪৬          ৫২           ৪৬          ৫২         ৪৮       ৫৫
প্রতি কেজি         ৫৮          ৬০           ৫৮          ৬২         ৬০       ৬২
প্রতি কেজি প্যাঃ         ৭০          ৭৫           ৭০          ৭৫         ৭০        ৭৫
প্রতি কেজি        ৬৫          ৭০           ৬৮          ৭২         ৭০        ৭৫
প্রতি কেজি প্যাঃ         ৭৮          ৮৫           ৮০          ৮৫         ৭৫       ৮০
প্রতি লিটার       ১৬৭        ১৮০          ১৭০        ১৮০        ১৭৫      ১৮০
৫ লিটার       ৮৮০        ৯০৬         ৮৮০        ৯০৬       ৮৯০      ৯২৫
১ লিটার       ১৮৭        ১৯০          ১৮৭         ১৯০        ১৮০      ১৯০
প্রতি লিটার       ১১৭        ১২৫          ১১৭         ১২৫        ১২৫      ১৩২
প্রতি লিটার       ১৩০        ১৪০         ১৩০         ১৪০        ১৪০      ১৪৫
প্রতি কেজি       ১০০        ১০৫          ১০০         ১০৫        ১০০      ১১০
প্রতি কেজি       ১২০        ১২৫          ১২০         ১২৫        ১২৫      ১৩০
প্রতি কেজি       ১৩০        ১৪০         ১৩০         ১৪০       ১৩০      ১৪০
প্রতি কেজি         ৯৫        ১৩৫           ৯৫        ১৩৫         ৯৫      ১৩৫
প্রতি কেজি        ৬৫          ৭৫           ৬৫          ৭৫         ৬৫        ৭৫
প্রতি কেজি         ৮০          ৯০           ৮৫          ৯০         ৮০       ৮৫
প্রতি কেজি         ২২          ২৬           ১৬          ২২         ২২       ২৫
প্রতি কেজি        ৩৫          ৪৫           ৩৫          ৪৮         ৩৫       ৫০
প্রতি কেজি         ৪০          ৪৫           ৩৫          ৪৫         ৪০       ৫০
প্রতি কেজি         ৮০        ১১০           ৭৫          ৮০         ৭০       ৮০
প্রতি কেজি       ১১০        ১৩০          ১১০         ১২০        ১২০      ১৩০
প্রতি কেজি       ৩৭০        ৪০০         ৩৭০         ৪০০       ৩৭০      ৪০০
প্রতি কেজি       ৪৫০        ৪৮৫          ৪৫০        ৪৮৫        ৪৫০      ৪৮৫
প্রতি কেজি       ২২০        ২৫০         ২৩০        ২৫০        ২১০      ২৫০
প্রতি কেজি       ১৮০        ২২০          ১৯০        ২২০        ১৮০     ২৩০
প্রতি কেজি       ১২০        ১৪০          ১২০         ১৪০       ১৩০      ১৮০
প্রতি কেজি       ১০০        ১৫০           ৯০         ১৫০        ১০০      ১৮০
প্রতি কেজি       ৫০০        ৫৭০          ৫০০         ৫৭০        ৫০০      ৫৭০
প্রতি কেজি       ৪৩০        ৫২০         ৪৩০        ৫২০        ৪২০      ৫২০
প্রতি কেজি    ১,৩০০      ১,৪০০       ১,৩২০      ১,৪২০     ১,৩০০   ১,৪০০
প্রতি কেজি    ১,৬০০     ২,৮০০       ১,৮৫০      ২,৬০০     ১,৮০০   ৩,০০০
প্রতি কেজি       ১৩০        ১৬০         ১৩০        ১৬০        ১২০      ১৬০
প্রতি কেজি       ১৩০        ২০০          ১৫০        ২০০       ১৩০      ২০০
প্রতি কেজি       ৩৫০        ৪৫০         ৩৫০         ৪৫০       ৩৫০      ৪৫০
প্রতি কেজি       ৬০০     ১,৩০০         ৬০০      ১,৩০০       ৬০০   ১,৩০০
প্রতি কেজি      ৬৬০        ৭০০         ৬৬০         ৭০০       ৬৬০      ৭০০
প্রতি কেজি       ৯০০      ১,০০০          ৯০০      ১,০০০       ৮৫০      ৯৫০
প্রতি কেজি       ১৪৫        ১৫৫          ১৪৫         ১৫০        ১৪০      ১৬০
প্রতি কেজি       ৪৫০        ৫৫০          ৪৫০        ৫৫০        ৪৫০      ৫৫০
১ কেজি       ৮৪০        ৯০০          ৮৪০        ৯০০        ৮৪০      ৯০০
১ কেজি       ৮২০        ৮৫০         ৮২০        ৮৫০       ৮২০      ৮৫০
১ কেজি       ৮০০        ৮৪০         ৮০০        ৮৪০       ৮০০      ৮৪০
১ কেজি       ৮০০        ৮২০         ৮০০        ৮২০       ৮০০      ৮২০
 মাপের এককঅদ্যকার মূল্য(টাকায়)১সপ্তাহ পূর্বের মূল্য(টাকায়)১ মাস পূর্বের মূল্য(টাকায়)
০৬/০১/২৩৩০/১২/২২০৬/১২/২২
সর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চসর্বনিম্নসর্ব্বোচ্চ
প্রতি কেজি       ১১০        ১১৫          ১১০         ১১৫        ১১০      ১১৫
প্রতি কেজি       ১৫০        ৪৫০          ১৫০         ৪৫০        ১৫০      ৪৫০
প্রতি কেজি        ৩৮          ৪২           ৩৮          ৪২         ৩৫        ৪০
প্রতি হালি        ৩৫          ৪০           ৩৫          ৩৮         ৩৮        ৪০

 

এগ্রিকেয়ার/এমএইচ