কৃষি আবহাওয়া ডেস্ক: উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুন: তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ও রংপুর রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের একাধিক জায়গায় অস্থায়ী হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ (৯ জুলাই) সোমবার দুপুরের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে এ সতর্ক সংকেত ও এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

আজকের আবহাওয়া বার্তার তথ্য ছবি আকারে নিচে তুলে ধরা হলো।